স্রোত srot [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

স্রোত

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : প্রভাত সংগীত

কবিতার শিরনামঃ স্রোত 

স্রোত srot [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

স্রোত srot [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

জগৎ-স্রো’তে ভেসে চলো, যে যেথা আছ ভাই!

চলেছে যেথা রবি শশী চল্‌ রে সেথা যাই।

কোথায় চলে কে জানে তা, কোথায় যাবে শেষে,

জগৎ-স্রো’ত বহে গিয়ে কোন্‌ সাগরে মেশে।

অনাদি কাল চলে স্রো’ত অসীম আকাশেতে,

উঠেছে মহা কলরব অসীমে যেতে যেতে।

উঠিছে ঢেউ, পড়ে ঢেউ, গনিবে কেবা কত!

ভাসিছে শত গ্রহ তারা, ডুবিছে শত শত।

ঢেউয়ের ‘পরে খেলা করে আলোকে আঁধারেতে,

জলের কোলে লুকাচুরি জীবনে মরণেতে–।

শতেক কোটি গ্রহ তারা যে স্রো’তে তৃণপ্রায়

সে স্রোত-মাঝে অবহেলে ঢালিয়া দিব কায়,

অসীম কাল ভেসে যাব অসীম আকাশেতে,

জগৎ- কলকলরব শুনিব কান  পেতে।

দেখিব ঢেউ–উঠে ঢেউ, দেখিব মিশে যায়,

জীবন-মাঝে উঠে ঢেউ মরণ-গান গায়।

দেখিব চেয়ে চারি দিকে, দেখিব তুলে মুখ–

কত-না আশা, কত হাসি, কত-না সুখ দুখ,

বিরাগ দ্বেষ ভালোবাসা, কত-না হায়-হায়–

তপন ভাসে, তারা ভাসে, তা’রাও ভেসে যায়।

কত-না যায়, কত চায়, কত-না কাঁদে হাসে–

আমি তো শুধু ভেসে যাব, দেখিব চারি পাশে।

অবোধ ওরে, কেন মিছে করিস “আমি আমি’।

উজানে যেতে পারিবি কি সাগরপথগামী?

জগৎ-পানে যাবি নে রে, আপনা-পানে যাবি–

সে যে রে মহামরুভূমি, কী জানি কী যে পাবি।

মাথায় করে আপনারে, সুখ-দুখের বোঝা,

ভাসিতে চাস প্রতিকূলে– সে তো রে নহে সোজা ।

 

পরাজয় সঙ্গীত paraajay sangeet [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

অবশ দেহ, ক্ষীণ বল, সঘনে বহে শ্বাস,

লইয়া তোর সুখ-দুখ এখনি পাবি নাশ।

জগৎ হয়ে রব আমি, একেলা রহিব না।

মরিয়া যাব একা হলে একটি জলকণা।

আমার নাহি সুখ দুখ, পরের পানে চাই–

যাহার পানে চেয়ে দেখি তাহাই হয়ে যাই।

তপন ভাসে, তারা ভাসে, আমিও যাই ভেসে–

তাদের গানে আমার গান, যেতেছি এক দেশে।

প্রভাত সাথে গাহি গান, সাঁঝের সাথে গাই,

তারার সাথে উঠি আমি–তারার সাথে যাই।

ফুলের সাথে ফুটি আমি, লতার সাথে নাচি,

বায়ুর সাথে ঘুরি শুধু ফুলের কাছাকাছি।

মায়ের প্রাণে স্নেহ হয়ে শিশুর পানে ধাই,

দুখীর সাথে কাঁদি আমি সুখীর সাথে গাই।

সবার সাথে আছি আমি, আমার সাথে নাই,

জগৎ-স্রোতে দিবানিশি ভাসিয়া চলে যাই।

আরও দেখুনঃ

যোগাযোগ

আশিস-গ্রহণ ashish grohon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

আহ্বান গীত ahobban geet [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

বঙ্গবাসীর প্রতি bangabasir prati [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য করুন