সবার মাঝারে তোমারে স্বীকার , পূজা ৩৬৭ | Sobar majhare tomare shikar

সবার মাঝারে তোমারে স্বীকার , পূজা ৩৬৭ | Sobar majhare tomare shikar  রবীন্দ্রসংগীত’ বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত এবং রবীন্দ্রনাথ বা তার নতুনদাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কর্তৃক সুরারোপিত গানগুলিকেই বোঝায়।

 

সবার মাঝারে তোমারে স্বীকার , পূজা ৩৬৭ | Sobar majhare tomare shikar

রাগ: ইমনকল্যাণ

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ জ্যৈষ্ঠ, ১৩১১

সবার মা-ঝারে তোমারে স্বীকার:

 

সবার মাঝারে তোমারে স্বীকার করিব হে।

সবার মাঝারে তোমারে হৃদয়ে বরিব হে ॥

শুধু আপনার মনে নয়, আপন ঘরের কোণে নয়,

শুধু আপনার রচনার মাঝে নহে– তোমার মহিমা যেথা উজ্জ্বল রহে

সেই সবা-মাঝে তোমারে স্বীকার করিব হে।

দ্যুলোকে ভূলোকে তোমারে হৃদয়ে বরিব হে ॥

সকলই তেয়াগি তোমারে স্বীকার করিব হে।

সকলই গ্রহণ করিয়া তোমারে বরিব হে।

কেবলই তোমার স্তবে নয়, শুধু সঙ্গীতরবে নয়,

শুধু নির্জনে ধ্যানের আসনে নহে– তব সংসার যেথা জাগ্রত রহে,

কর্মে সেথায় তোমারে স্বীকার করিব হে।

প্রিয়ে অপ্রিয়ে তোমারে হৃদয়ে বরিব হে ॥

জানি না বলিয়া তোমারে স্বীকার করিব হে।

জানি ব’লে, নাথ, তোমারে হৃদয়ে বরিব হে।

শুধু জীবনের সুখে নয়, শুধু প্রফুল্লমুখে নয়,

শুধু সুদিনের সহজ সুযোগে নহে– দুখশোক যেথা আঁধার করিয়া রহে

নত হয়ে সেথা তোমারে স্বীকার করিব হে।

নয়নের জলে তোমারে হৃদয়ে বরিব হে ॥

 

 

রবীন্দ্রনাথের সকল গান গীতবিতান নামক সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে। উক্ত গ্রন্থের ১ম ও ২য় খণ্ডে রবীন্দ্রনাথ নিজেই তার গানগুলিকে ‘পূজা’, ‘স্বদেশ’, ‘প্রেম’, ‘প্রকৃতি’, ‘বিচিত্র’ও ‘আনুষ্ঠানিক’ – এই ছয়টি পর্যায়ে বিন্যস্ত করেছিলেন।

মন্তব্য করুন