মানসিক অভিসার কবিতা [ manosik obhisar kobita ] টি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর মানসী কাব্যগ্রন্থের অংশ।
কাব্যগ্রন্থের নামঃ মানসী
কবিতার নামঃ মানসিক-অভিসার

মানসিক অভিসার কবিতা । manosik obhisar kobita | মানসী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
মনে হয় সেও যেন রয়েছে বসিয়া
চাহি বাতায়ন হতে নয়ন উদাস–
কপোলে, কানের কাছে, যায় নিশ্বসিয়া
কে জানে কাহার কথা বিষণ্ণ বাতাস।
ত্যজি তার তনুখানি কোমল হৃদয়
বাহির হয়েছে যেন দীর্ঘ অভিসারে,
সম্মুখে অপার ধরা কঠিন নিদয়–
একাকিনী দাঁড়ায়েছে তাহারি মাঝারে।

হয়তো বা এখনি সে এসেছে হেথায়
মৃদুপদে পশিতেছে এই বাতায়নে,
মানস-মুরতিখানি আকুল আমায়
বাঁধিতেছে দেহহীন স্বপ্ন-আলিঙ্গনে।
তারি ভালোবাসা, তারি বাহু সুকোমল,
উৎকণ্ঠ চকোর-সম বিরহ-তিয়াষ,
বহিয়া আনিছে এই পুষ্প-পরিমল–
কাঁদায়ে তুলিছে এই বসন্ত-বাতাস।
আরও দেখুনঃ
রাজা বসেছেন ধ্যানে কবিতা | raja bosechhen dhyane kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
কালুর খাবার শখ কবিতা | kalur khabar shokh kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
ভয় নেই আমি আজ কবিতা | bhoy nei ami aj kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
ঘাসে আছে ভিটামিন কবিতা | ghase achhe vitamin kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর