আত্মশত্রুতা কবিতা [ Atmoshotrua Kobita, Khonika Kabyagrantha ] কণিকা কাব্যগ্রন্থ (১৯০০)- রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর এর কণিকা কাব্যগ্রন্থের অংশ।
আত্মশত্রুতা atmoshotru [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কণিকা
কবিতার শিরোনামঃ আত্ম-শত্রুতা
![আত্মশত্রুতা কবিতা কণিকা কাব্যগ্রন্থ (১৯০০) [ Atmoshotrua Kobita, Khonika Kabyagrantha ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 আত্মশত্রুতা atmoshotru [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-55-4.jpeg)
আত্মশত্রুতা atmoshotru [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
খোঁপা আর এলোচুলে বিবাদ হামাশা,
পাড়ার লোকেরা জোটে দেখিতে তামাশা।
![আত্মশত্রুতা কবিতা কণিকা কাব্যগ্রন্থ (১৯০০) [ Atmoshotrua Kobita, Khonika Kabyagrantha ] রবীন্দ্রনাথ ঠাকুর 3 আত্মশত্রুতা atmoshotru [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-55-3.jpeg)
খোঁপা কয় এলোচুল, কী তোমার ছিরি!
এলো কয়, খোঁপা তুমি রাখো বাবুগিরি।
খোঁপা কহে, টাক ধরে হই ভেবে খুশি।
তুমি যেন কাটা পড়ো, এলো কয় রুষি।
কবি মাঝে পড়ি বলে, মনে ভেবে দেখ্
দুজনেই এক তোরা, দুজনেই এক।
খোঁপা গেলে চুল যায়, চুলে যদি টাক–
খোঁপা, তবে কোথা রবে তব জয়ঢাক।