বাদলসন্ধ্যা কবিতাটি [ badolsondhya kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর বীথিকা-কাব্যগ্রন্থের অংশ।
বাদলসন্ধ্যা badolsondhya
কাব্যগ্রন্থের নামঃ বীথিকা
কবিতার নামঃ বাদলসন্ধ্যা badolsondhya

বাদলসন্ধ্যা কবিতা | badolsondhya kobita | বীথিকা-কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
গান
জানি জানি, তুমি এসেছ এ পথে
মনের ভুলে।
তাই হোক তবে, তাই হোক, দ্বার
দিলেম খুলে।
এসেছ তুমি তো বিনা আভরণে,
মুখর নূপুর বাজে না চরণে,
তাই হোক তবে, তাই হোক, এসো
সহজ মনে।

ওই তো মালতী ঝরে পড়ে যায়
মোর আঙিনায়
শিথিল কবরী সাজাতে তোমার
লও-না তুলে।
নাহয় সহসা এসেছ এ পথে
মনের ভুলে।
কোনো আয়োজন নাই একেবারে,
সুর বাঁধা নাই এ বীণার তারে,
তাই হোক তবে, এসো হৃদয়ের
মৌনপারে।
ঝর ঝর বারি ঝরে বনমাঝে,
আমারি মনের সুর ওই বাজে,
উতলা হাওয়ার তালে তালে মন
উঠিছে দুলে।
নাহয় সহসা এসেছ এ পথে
মনের ভুলে।
আরও দেখুনঃ