ভগ্নহৃদয়-ষোড়শ সর্গ bhagno hriday soros sorgo [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : ভগ্নহৃদয়
কবিতার শিরোনামঃ ভগ্নহৃদয় ষোড়শ সর্গ
![ভগ্নহৃদয় ষোড়শ সর্গ bhagno hriday soros sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 2 ভগ্নহৃদয় ষোড়শ সর্গ bhagno hriday soros sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-5-1.jpg)
ভগ্নহৃদয় ষোড়শ সর্গ bhagno hriday soros sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
ললিতা কে জানে নাথের কেন হ’ল গো এমন?
জানি না কি ভাবিবারে যান বিপাশার ধারে,
ললিতার চেয়ে ভাল বাসেন বিজন!
কভুবা আছেন যবে বিরলে বসিয়া
আমি যদি যাই কাছে হাসিয়া হাসিয়া
বিরক্তিতে ভুরু কেন আকুঞ্চিয়া উঠে যেন,
বিরক্তি জাগিয়া উঠে অধরখানিতে,
আপনি যেন গো তাহা নারেন জানিতে!
সহসা চমকি উঠি কি যেন হয়েছে ত্রুটি
আমারে কাছেতে এনে ডাকিয়া বসান,
কি কথা ভাবিতেছেন বুঝাইতে চান,
না পারেন বুঝাইতে– সরমে আকুল চিতে
কি কথা বলিতে হবে ভাবিয়া না পান!
কেন ত্যজি ললিতারে এলেন বিপাশাপারে
শতেক সহস্র তার কারণ দেখান,
তা লাগি করেছি যেন কত অভিমান!
আপনি বলেন আসি “ভালবাসি ভালবাসি”
সন্দেহ করেছি যেন প্রণয়ে তাঁহার,
তা লাগি করেছি যেন কত তিরস্কার!
সহসা কাননে এলে আমারে দেখিতে পেলে
লুকাইয়া দ্রুত পদে পালান চকিতে
মনে ভাবি’ আমি তাঁরে পাই নি দেখিতে!
কি করি! কি হবে মোর! বড় হয় ভয়!
লজ্জা ক’রে ললিতা রে হারালি প্রণয়!
লজ্জা কই, ললিতার লজ্জা কোথা আজ?
ভেঙ্গেছেও ললিতা সে ভেঙ্গেছে ত লাজ!
[ক্রুদ্ধ হইয়া]
![ভগ্নহৃদয় ষোড়শ সর্গ bhagno hriday soros sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 3 ভগ্নহৃদয় ষোড়শ সর্গ bhagno hriday soros sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-7-2-e1649150434648.jpg)
ধিক্ রে! এই কি লজ্জা ভাঙ্গিবার কাল?
ভেঙ্গেছে শরম যবে ভেঙ্গেছে কপাল!
আর কিছু দিন আগে গোচে নাই ভ্রম?
আর কিছু দিন আগে ভাঙ্গে নি শরম?
কাঁদিতে বসিলি আজ শিশুটির মত?
কিছু দিন আগে কেন ভাবিলি নে এত?
মিছা কি মনেরে তুই দিস রে প্রবোধ?
দেখি নি তো’ হতে আর অধম অবোধ!
তুই যদি কষ্ট পাস দোষ দিব কার?
তোর মত অবোধের কষ্ট পুরস্কার!
যত কষ্ট আছে তুই সব কর্ ভোগ–
অশ্রুজলে তোর দিন অবসান হোক!
নিজের চরণ দিয়া নিজহৃদি বিদলিয়া
হৃদয়ের রক্তবিন্দু গোন্ দিন রাত!
হারায়ে সর্ব্বস্ব ধন কর্ অশ্রুপাত!
আগে কেন বুঝিলি নে, আগে কেন ভাবিলি নে,
কিছু দিন আগে লজ্জা নারিলি ভাঙ্গিতে!
মিছা হৃদয়েরে আজ চাস প্রবোধিতে!
যেমন করিলি কাজ ফল ভোগ কর্ আজ,
পর হোক যেই জন ছিল আপনার–
তুই যদি কষ্ট পাস দোষ দিব কার?
![ভগ্নহৃদয় ষোড়শ সর্গ bhagno hriday soros sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 4 ভগ্নহৃদয় ষোড়শ সর্গ bhagno hriday soros sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-9-2.jpg)