মৃত্যমাধুরী mrityumadhuri [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

মৃত্যমাধুরী mrityumadhuri [ কবিতা ]

– রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : চৈতালী

কবিতার শিরোনামঃ মৃত্যমাধুরী

মৃত্যমাধুরী mrityumadhuri [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

মৃত্যমাধুরী mrityumadhuri [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

পরান কহিছে ধীরে–হে মৃত্যু মধুর,

এই নীলাম্বর, এ কি তব অন্তঃপুর!

আজি মোর মনে হয়, এ শ্যামলা ভূমি

বিস্তীর্ণ কোমল শয্যা পাতিয়াছ তুমি।

মৃত্যমাধুরী mrityumadhuri [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

জলে স্থলে লীলা আজি এই বরষার,

এই শান্তি, এ লাবণ্য, সকলই তোমার।

মনে হয়, যেন তব মিলন-বিহনে

অতিশয় ক্ষুদ্র আমি এ বিশ্বভুবনে।

প্রশান্ত করুণচক্ষে, প্রসন্ন অধরে,

তুমি মোরে ডাকিতেছ সর্ব চরাচরে।

প্রথমমিলনভীতি  ভেঙেছে বধূর

তোমার বিরাট মূর্তি নিরখি মধুর।

সর্বত্র বিবাহবাঁশি উঠিতেছে বাজি,

সর্বত্র তোমার ক্রোড় হেরিতেছি আজি।

মৃত্যমাধুরী mrityumadhuri [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]
আরও পড়ুনঃ

Amar Rabindranath Logo

হতভাগ্যের গান hotobhagyer gan [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

মাতার আহ্বান matar ahban [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য করুন