যথা-কর্তব্য jothakortobyo [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কণিকা
কবিতার শিরোনামঃ যথাকর্তব্য
![যথাকর্তব্য jothakortobyo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 2 যথাকর্তব্য jothakortobyo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-55-5.jpeg)
যথাকর্তব্য jothakortobyo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
ছাতা বলে, ধিক্ ধিক্ মাথা মহাশয়,
এ অন্যায় অবিচার আমারে না সয়।
![যথাকর্তব্য jothakortobyo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 3 যথাকর্তব্য jothakortobyo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-55-4.jpeg)
তুমি যাবে হাটে বাটে দিব্য অকাতরে,
রৌদ্র বৃষ্টি যতকিছু সব আমা-‘পরে।
তুমি যদি ছাতা হতে কী করিতে দাদা?
মাথা কয়, বুঝিতাম মাথার মর্যাদা,
বুঝিতাম তার গুণে পরিপূর্ণ ধরা,
মোর একমাত্র গুণ তারে রক্ষা করা।