স্পর্ধা spordha [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

স্পর্ধা spordha [ কবিতা ]

– রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কল্পনা [ ১৯৫২ ]

কবিতার শিরোনামঃ স্পর্ধা

স্পর্ধা spordha [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
– রবীন্দ্রনাথ ঠাকুর

স্পর্ধা spordha [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

সে আসি কহিল, “প্রিয়ে, মুখ তুলি চাও।’

দূষিয়া তাহারে রুষিয়া কহিনু, “যাও!’

সখী ওলো সখী, সত্য করিয়া বলি,

      তবু সে গেল না চলি।

দাঁড়ালো সমুখে; কহিনু তাহারে, “সরো!’

ধরিল দু হাত; কহিনু, “আহা কী কর!’

সখী ওলো সখী, মিছে না কহিব তোরে,

      তবু ছাড়িল না মোরে।

স্পর্ধা spordha [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
– রবীন্দ্রনাথ ঠাকুর

শ্রুতিমূলে মুখ আনিল সে মিছিমিছি;

নয়ন বাঁকায়ে কহিনু তাহারে, “ছি ছি!’

সখী ওলো সখী, কহিনু শপথ ক’রে

      তবু সে গেল না সরে।

অধরে কপোল পরশ করিল তবু;

কাঁপিয়া কহিনু, “এমন দেখি নি কভু!’

সখী ওলো সখী, একি তার বিবেচনা,

      তবু মুখ ফিরালো না।

স্পর্ধা spordha [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
– রবীন্দ্রনাথ ঠাকুর

আপন মালাটি আমারে পরায়ে দিল–

কহিনু তাহারে, “মালায় কী কাজ ছিল!’

সখী ওলো সখী, নাহি তার লাজ ভয়,

      মিছে তারে অনুনয়।

আমার মালাটি চলিল গলায় লয়ে,

চাহি তার পানে রহিনু অবাক হয়ে।

সখী ওলো সখী, ভাসিতেছি আঁখিনীরে–

      কেন সে এল না ফিরে!

স্পর্ধা spordha [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
– রবীন্দ্রনাথ ঠাকুর

বিচারক bicharak [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

আরও পড়ুনঃ

ঝড়ের দিনে jharer dine [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য করুন