স্বপ্নে দেখি নৌকো আমার কবিতা ( খাপছাড়া কাব্যগ্রন্থ) – রবীন্দ্রনাথ ঠাকুর ( Swopne dekhi nouka amar kobita)

“স্বপ্নে দেখি নৌকো আমার” (Swopne dekhi nouka amar) রবীন্দ্রনাথ ঠাকুরের খাপছাড়া কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা।

কবিতার মৌলিক তথ্য:

  • কবি: রবীন্দ্রনাথ ঠাকুর

  • কাব্যগ্রন্থ: খাপছাড়া

  • কবিতার নাম: স্বপ্নে দেখি নৌকো আমার

 

স্বপ্নে দেখি নৌকো আমার

স্বপ্নে দেখি-নৌকো আমার

          নদীর ঘাটে বাঁধা;

নদী কিম্বা আকাশ সেটা

          লাগল মনে ধাঁধাঁ।

               এমন সময় হঠাৎ দেখি,

            দিক্‌সীমানায় গেছে ঠেকি

          একটুখানি ভেসে-ওঠা

                    ত্রয়োদশীর চাঁদা।

          “নৌকোতে তোর পার করে দে’

               এই ব’লে তার কাঁদা।

          আমি বলি, “ভাবনা কী তায়,

     আকাশপারে নেব মিতায়–

কিন্তু আমি ঘুমিয়ে আছি

        এই যে বিষম বাধা,

দেখছ আমার চতুর্দিকটা

        স্বপ্নজালে ফাঁদা।’

Amar Rabindranath Logo

মন্তব্য করুন