অচল স্মৃতি কবিতাটি [achol smriti kobita ] কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর সোনার তরী-কাব্যগ্রন্থের অংশ।
কাব্যগ্রন্থের নামঃ সোনার তরী
কবিতার নামঃ অচল স্মৃতি

অচল স্মৃতি কবিতা । achol smriti Kobita | সোনার তরী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
অচল স্মৃতি
আমার হৃদয়ভূমি-মাঝখানে
জাগিয়া রয়েছে নিতি
অচল ধবল শৈল-সমান
একটি অ-চল স্মৃতি।
প্রতিদিন ঘিরি ঘিরি
সে নীরব হিমগিরি
আমার দিবস আমার রজনী
আসিছে যেতেছে ফিরি।
যেখানে চরণ রেখেছে সে মোর
মর্ম গভীরতম–
উন্নত শির রয়েছে তুলিয়া
সকল উচ্চে মম।
মোর কল্পনা শত
রঙিন মেঘের মতো
তাহারে ঘেরিয়া হাসিছে কাঁদিছে,
সোহাগে হতেছে নত।
আমার শ্যামল তরুলতাগুলি
ফুলপল্লবভারে
সরস কোমল বাহুবেষ্টনে
বাঁধিতে চাহিছে তারে।
শিখর গগনলীন
দুর্গম জনহীন,
বাসনাবিহগ একেলা সেথায়
ধাইছে রাত্রিদিন।

চারি দিকে তার কত আসা-যাওয়া,
কত গীত, কত কথা–
মাঝখানে শুধু ধ্যানের মতন
নিশ্চল নীরবতা।
দূরে গেলে তবু, একা
সে শিখর যায় দেখা–
চিত্তগগনে আঁকা থাকে তার
নিত্য-নীহার-রেখা।
আরও পড়ুনঃ
- বলিয়াছিনু মামারে কবিতা | boliyachhinu mamare kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
- পেন্সিল টেনেছিনু হপ্তায় সাতদিন কবিতা | pensil tenechhinu hoptay satdin kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
- মাঝে মাঝে বিধাতার ঘটে একি ভুল কবিতা | majhe majhe bidhatar ghote eki bhul kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
- পাতালে বলিরাজার যত বলীরামরা কবিতা | patale bolirajar joto boliramora kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
- কনে দেখা হয়ে গেছে কবিতা | kone dekha hoye gechhe kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর