একদিন চিনে নেবে , প্রেম ১৩৭ | Ekdin chine nebe

একদিন চিনে নেবে – গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম পর্যায়ের একটি গান। গানের নম্বর ১৩৭।

 

একদিন চিনে নেবে , প্রেম ১৩৭ | Ekdin chine nebe

রাগ: ইমন-বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): বৈশাখ, ১৩৪৫

 

একদিন চিনে নেবে তারে,

তারে চিনে নেবে

অনাদরে যে রয়েছে কুণ্ঠিতা ॥

সরে যাবে নবারুণ-আলোকে এই কালো অবগুণ্ঠন–

ঢেকে রবে না রবে না মায়াকুহেলীর মলিন আবরণ

তারে চিনে নেবে॥

আজ গাঁথুক মালা সে গাঁথুক মালা,

তার দুখরজনীর অশ্রুমালা

কখন দুয়ারে অতিথি আসিবে,

লবে তুলি মালাখানি ললাটে।

আজি জ্বালুক প্রদীপ চির-অপরিচিতা

পূর্ণপ্রকাশের লগন লাগি–

চিনে নেবে॥

 

আরও দেখুনঃ

মন্তব্য করুন