চুম্বন chumbon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

চুম্বন

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল

কবিতার শিরনামঃ চুম্ব’ন

চুম্বন chumbon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

চুম্বন chumbon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

অধরের কানে যেন অধরের ভাষা।

দোঁহার হৃদয় যেন দোঁহে পান করে।

গৃহ ছেড়ে নিরুদ্দেশ দুটি ভালোবাসা

তীর্থযাত্রা করিয়াছে অধর সংগমে।

দুইটি তরঙ্গ উঠি প্রেমের নিয়মে

ভাঙিয়া মিলিয়া যায় দুইটি অধরে।

ব্যাকুল বাসনা দুটি চাহে পরস্পরে

দেহের সীমায় আসি দুজনের দেখা।

প্রেম লিখিতেছে গান কোমল আখরে

অধরেতে থর থরে চুম্ব’নের লেখা।

দুখানি অধর হতে কুসুমচয়ন,

মালিকা গাঁথিবে বুঝি ফিরে গিয়ে ঘরে।

দুটি অধরের এই মধুর মিলন

দুইটি হাসির রাঙা বাসরশয়ন॥

ভগ্নহৃদয় তৃতীয় সর্গ bhagno hriday titio sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুনঃ

যোগাযোগ

আশিস-গ্রহণ ashish grohon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

বাসনার ফাঁদ basnar phad [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

প্রার্থনা prarthana [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য করুন