তুমি tumi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল

কবিতার শিরনামঃ তু’মি

তুমি tumi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

তুমি tumi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

তু’মি            কোন কাননের ফুল,

তু’মি            কোন গগনের তারা !

তোমায়            কোথায় দেখেছি

ষেন            কোন স্বপনের পারা !

                     কবে তু’মি গেয়েছিলে,

                     অখির পানে চেয়েছিলে ভূলে গিয়েছি!

শুধু            মনের মধ্যে জেগে আছে,

                     ঐ নয়নের তারা !

তু’মি            কথা কোয়ো না,

তু’মি,            চেয়ে চলে যাও !

এই            চাদের আলোতে

তু’মি            হেসে গলে যাও !

আমি             ঘুমের ঘোরে চাদের পানে

                     চেয়ে থাকি মধুর গ্রাণে,

তােমার           আঁখির মতন দুটি তারা
ঢালু্ক্‌ কিরণ-ধারা!

ভগ্নহৃদয় প্রথম সর্গ bhagno hriday prothom sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুনঃ

যোগাযোগ

আশিস-গ্রহণ ashish grohon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

বাসনার ফাঁদ basnar phad [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

প্রার্থনা prarthana [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য করুন