তুমি
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল
কবিতার শিরনামঃ তু’মি
![তুমি tumi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 তুমি tumi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-3-1.jpg)
তুমি tumi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
তু’মি কোন কাননের ফুল,
তু’মি কোন গগনের তারা !
তোমায় কোথায় দেখেছি
ষেন কোন স্বপনের পারা !
কবে তু’মি গেয়েছিলে,
অখির পানে চেয়েছিলে ভূলে গিয়েছি!
শুধু মনের মধ্যে জেগে আছে,
ঐ নয়নের তারা !
তু’মি কথা কোয়ো না,
তু’মি, চেয়ে চলে যাও !
এই চাদের আলোতে
তু’মি হেসে গলে যাও !
আমি ঘুমের ঘোরে চাদের পানে
চেয়ে থাকি মধুর গ্রাণে,
তােমার আঁখির মতন দুটি তারা
ঢালু্ক্ কিরণ-ধারা!
![তুমি tumi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 3 ভগ্নহৃদয় প্রথম সর্গ bhagno hriday prothom sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-9-2.jpg)
আরও দেখুনঃ