দানরিক্ত কবিতা [ Danrikto Kobita, Khonika Kabyagrantha ] কণিকা কাব্যগ্রন্থ (১৯০০)- রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর এর কণিকা কাব্যগ্রন্থের অংশ।
দান-রিক্ত danrikto [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কণিকা
কবিতার শিরোনামঃ দানরিক্ত
![দানরিক্ত কবিতা কণিকা কাব্যগ্রন্থ (১৯০০) [ Danrikto Kobita, Khonika Kabyagrantha ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 দানরিক্ত danrikto [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-10-1.jpg)
দানরিক্ত danrikto [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
জলহারা মেঘখানি বরষার শেষে
পড়ে আছে গগনের এক কোণ ঘেঁষে।
![দানরিক্ত কবিতা কণিকা কাব্যগ্রন্থ (১৯০০) [ Danrikto Kobita, Khonika Kabyagrantha ] রবীন্দ্রনাথ ঠাকুর 3 দানরিক্ত danrikto [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-11.jpg)
বর্ষাপূর্ণ সরোবর তারি দশা দেখে
সারাদিন ঝিকিমিকি হাসে থেকে থেকে।
কহে, ওটা লক্ষ্মীছাড়া, চালচুলাহীন,
নিজেরে নিঃশেষ করি কোথায় বিলীন।
আমি দেখো চিরকাল থাকি জলভরা,
সারবান, সুগম্ভীর, নাই নড়াচড়া।
মেঘ কহে, ওহে বাপু, কোরো না গরব,
তোমার পূর্ণতা সে তো আমারি গৌরব।