বন্দী bondi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

বন্দী

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল

কবিতার শিরনামঃ ব’ন্দী

বন্দী bondi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

বন্দী bondi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

দাও খুলে দাও, সখী, ওই বাহুপাশ।

চুম্বনমদিরা আর করায়ো না পান।

কুসুমের কারাগারে রুদ্ধ এ বাতাস,

ছেড়ে দাও ছেড়ে দাও বদ্ধ এ পরান।

কোথায় উষার আলো, কোথায় আকাশ!

এ চির পূর্ণিমারাত্রি হোক অবসান।

আমারে ঢেকেছে তব মুক্ত কেশপাশ,

তোমার মাঝারে আমি নাহি দেখি ত্রাণ!

আকুল অঙ্গুলিগুলি করি কোলাকুলি

গাঁথিছে সর্বাঙ্গে মোর পরশের ফাঁদ।

ঘুমঘোরে শূন্য-পানে দেখি মুখ তুলি

শুধু অবিশ্রামহাসি একখানি চাঁদ।

স্বাধীন করিয়া দাও, বেঁধো না আমায়–

স্বাধীন হৃদয়খানি দিব তার পায়।

কবি কাহিনী তৃতীয় স্বর্গ kabi kahini titio sorgo[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুনঃ

যোগাযোগ

আশিস-গ্রহণ ashish grohon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

আহ্বান গীত ahobban geet [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

বঙ্গবাসীর প্রতি bangabasir prati [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য করুন