বাদলরাত্রি কবিতাটি [ badolratri kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর বীথিকা কাব্যগ্রন্থের অংশ।
বাদলরাত্রি badolratri
কাব্যগ্রন্থের নামঃ বীথিকা
কবিতার নামঃ বাদলরাত্রি badolratri

বাদলরাত্রি কবিতা | badolratri kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
গান
কী বেদনা মোর জানো সে কি তুমি, জানো,
ওগো মিতা মোর, অনেক দূরের মিতা–
আজি এ নিবিড় তিমিরযামিনী
বিদ্যুৎ-সচকিতা।
বাদল বাতাস ব্যেপে
হৃদয় উঠিছে কেঁপে,
ওগো, সে কি তুমি জানো!
উৎসুক এই দুখজাগরণ,
এ কি হবে হায় বৃথা!
![বাদলরাত্রি কবিতা | badolratri kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর 3 বাদলরাত্রি badolratri [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-2-1.jpg)
ওগো মিতা মোর, অনেক দূরের মিতা,
আমার ভবনদ্বারে
রোপণ করিলে যারে
সজল হাওয়ার করুণ পরশে
সে মালতী বিকশিতা–
ওগো, সে কি তুমি জানো।
তুমি যার সুর দিয়েছিলে বাঁধি
মোর কোলে আজ উঠিছে সে কাঁদি,
ওগো, সে কি তুমি জানো!
সেই যে তোমার বীণা সেকি বিস্মৃতা,
ওগো মিতা, মোর অনেক দূরের মিতা!
আরও দেখুনঃ