সকরুণা
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কল্পনা [ ১৯৫২ ]
কবিতার শিরনামঃ সক’রুণা
![সকরুণা sokoruna [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 সকরুণা sokoruna [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-2-2.jpg)
Table of Contents
সকরুণা sokoruna [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
আলেয়া
সখী প্রতিদিন হায় এসে ফিরে যায় কে!
তারে আমার মাথার একটি কুসুম দে।
যদি শুধায় কে দিল, কোন্ ফুলকাননে,
তোর শপথ, আমার নামটি বলিস নে।
সখী প্রতিদিন হায় এসে ফিরে যায় কে!
সখী, তরুর তলায় বসে সে ধুলায় যে!
সেথা বকুলমালায় আসন বিছায়ে দে।
সে যে করুণা জাগায় সকরুণ নয়নে–
কেন কী বলিতে চায়, না বলিয়া যায় সে।
সখী প্রতিদিন হায় এসে ফিরে যায় কে!
![সকরুণা sokoruna [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 3 সংগ্ৰাম সঙ্গীত sangraam sangeet[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-3-1.jpg)
আরও দেখুনঃ