নববিরহ nobobiroho [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

নববিরহ

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কল্পনা [ ১৯৫২ ]

কবিতার শিরনামঃ নব’বিরহ

নববিরহ nobobiroho [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

নববিরহ nobobiroho [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

মল্লার

হেরিয়া শ্যামল ঘন নীল গগনে

সজল কাজল আঁখি পড়িল মনে–

       অধর করুণামাখা

       মিনতি-বেদনা-আঁকা

       নীরবে চাহিয়া থাকা

             বিদায়খনে

হেরিয়া শ্যামল ঘন নীল গগনে।

ঝরো ঝরো ঝরে জল, বিজুলি হানে,

পবন মাতিছে বনে পাগল গানে।

       আমার পরানপুটে

       কোন্‌খানে ব্যথা ফুটে,

       কার কথা বেজে উঠে

             হৃদয়কোণে

হেরিয়া শ্যামল ঘন নীল গগনে

পিয়াসি piyasi [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুনঃ

যোগাযোগ

আশিস-গ্রহণ ashish grohon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

বাসনার ফাঁদ basnar phad [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

প্রার্থনা prarthana [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য করুন