আমার সকল অঙ্গে তোমার পরশ – Amar sokol onge tomar porosh [ নৈবেদ্য – ৭৫ ]

আমার সকল অঙ্গে তোমার পরশ – Amar sokol onge tomar porosh – গানটি “নৈবেদ্য” এর ৭৫ নম্বর গান। গীতাঞ্জলি হল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কাব্যগ্রন্থ। এই বইয়ে মোট ১৫৭টি গীতিকবিতা সংকলিত হয়েছে। কবিতাগুলি ব্রাহ্ম-ভাবাপন্ন ভক্তিমূলক রচনা। এর বেশিরভাগ কবিতাতেই রবীন্দ্রনাথ নিজে সুরারোপ করেছিলেন। ১৯০৮-০৯ সালে বিভিন্ন পত্রপত্রিকায় এই কবিতাগুলি প্রকাশিত হয়। এরপর ১৯১০ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়।

আমার সকল অঙ্গে তোমার পরশ । Amar sokol onge tomar porosh | নৈবেদ্য - ৭৫

আমার সকল অঙ্গে তোমার পরশ – Amar sokol onge tomar porosh [ নৈবেদ্য – ৭৫ ]

AmarRabindranath.com Logo 252x68 px Dark আমার সকল অঙ্গে তোমার পরশ - Amar sokol onge tomar porosh [ নৈবেদ্য - ৭৫ ]

আমার সকল অঙ্গে তোমার পরশ

লগ্ন হয়ে রহিয়াছে রজনী-দিবস

প্রাণেশ্বর, এই কথা নিত্য মনে আনি

রাখিব পবিত্র করি মোর তনুখানি।

মনে তুমি বিরাজিছ, হে পরম জ্ঞান,

এই কথা সদা স্মরি মোর সর্বধ্যান

সর্বচিন্তা হতে আমি সর্বচেষ্টা করি

সর্বমিথ্যা রাখি দিব দূরে পরিহরি।

হৃদয়ে রয়েছে তব অচল আসন

এই কথা মনে  রেখে করিব শাসন

সকল কুটিল দ্বেষ, সর্ব অমঙ্গল–

প্রেমেরে রাখিব করি প্রস্ফুট নির্মল।

সর্ব কর্মে তব শক্তি এই জেনে সার

করিব সকল কর্মে তোমারে প্রচার।

https://amarrabindranath.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-durakhankka-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%80/

 

আরও দেখুন:

মন্তব্য করুন